কে বলে তোমায় বারঙ্গনা, কে বলে অস্পৃশ্য অশুচি?
তুমি আছ তাই পরবাসে, সমাজের এখনো আছে রুচি।
শুচিতার ধূলো ঘুরে মরে শুধু, তোমার যুগল চরণে,
নইলে বুঝি মানুষ, কবেই ফিরে যেত আদিমতার বনে।
তোমার গুনেই নীলকন্ঠ মহাদেব আজও আছেন নির্মল
অযুত নিযুত বার বিচার করে, তুমি পবিত্র যেমন গঙ্গাজল।
যুগে যুগে সমাজ বলে যত দোষ সবই হলো পতিতার-
জানি তাদের কিছুই বলবে না কেউ, পেয়ে যাবে পার
যারা তোমায় জোর করে আনল টেনে, এপথে বারংবার।
শত্রু এস, মিত্র এস, এস হে বীর, শক্তি নিয়ে আপন চিতে
ভরষার হাত বাড়িয়ে, ওদের দেব না আর লাঞ্ছনা সহিতে।