আজকের কথা নয় পুরানো  সে  মস্ত
এক ছিল কেশো বুড়ো  খালি নাকি কাশতো।
হাজার বছর হবে ঘটনাটা সত্য,
কাশি তার বলে দিত আগামীর তথ্য।
যদি তার কাশি হত  ঘড়ঘড় দমকে,
বৃষ্টি হবেই হবে বিদ্যুৎ চমকে।
হাঁফ ছেড়ে অবিরাম যদি কাশে খুকখুক,
নিশ্চিত ঝড হবে, নেই কোন ভুলচুক।
যদি তার কশিতে নিভে যেত লম্ফ,
জানাছিল কম বেশি হবে  ভূমিকম্প।
ঝুরো কাশি,গুঁড়ো কাশি, হেপো কাশি শুষ্ক,  
ঠিক ঠিক ফলে যেত তার যত নুস্ক।
গণনায় জুড়ি নেই  নির্ভুল কাশিতে,
কেশে কেশে বলে দেন কি আছে কোন রাশিতে।
সাতশ পুরান ঘেঁটে কেশে কেশে  শেষটা,
ধূলো ঝেড়ে খুঁজে পাই অদ্ভুত কেসটা।