ছ-মাস ধরে  যমে মানুষে টানা টানি করেও
মানুষটাকে ধরে রাখা গেলনা।
১৪ বছরের মেয়ে মৌনিশা-র মাথায় হাত রেখে
মামা বলেছিল বড় হয়েছিস না বল ?
এই বয়সে আমার ও পিতৃবিয়োগ হয়েছিল।
দেখিস বাবা ঠিক তোর পাশে থাকবে ওই আকাশে তারা হয়ে সব সময় তোকে
লক্ষ্য করবে । তুই যত বড় হবি , যত ভালো মানুষ হবি
দেখবি ওই তারা টা গর্বে তত উজ্বল হয়ে উঠবে।


বলতে বলতে মামার চোখেও জল এসে গেছিল। কেমন যেন দম বন্ধ হয়ে  আসছিল।


প্রায় ছ- সাত মাস হবে মৌনিশা র ছোট  লেখা দেখতে অসুবিধা হচ্ছিল,
ল্যাপটপে প্রায় মুখ গুঁজে পড়াশুনা করছিল।


মা দেখেও  গুরুত্ব দেওয়ার মত  অবস্থায় ছিলনা।
মৌ ও কাউকে অসুবিধার কথা বলেনি।


মৌনিশা এই ছ-মাসে যেন অনেক বড় হয়ে গেছে।
মৌনিশার একটা চশমা হয়েছে ।