জাফরিকাটা পাতার ফাঁকে তোমার মুখে  গোধূলি বেলার আলো।  
আমার ছিল মন পোড়ানোর সাধ ;
একপেশে প্রেম জেনেও তবু তোমায় বেসেছি ভালো।    


তোমার চিবুক বেয়ে চুইয়ে পড়ে গোধূলি বেলার রূপ।
প্রেমে আমার গা ভাসানোর সাধ,
থই পাবনা  তোমার রূপের তাও দিয়েছি ডুব।  


ফিরবে তুমি আপন নীড়ে কনেদেখা আলোর ফুরালে মায়া।  
গোধূলি বেলায় বসা হলনা পাশে;
অবসাদের সন্ধ্যা নামে অপরূপা এখন শুধুই  ছায়া।