মূর্তি ভেঙে কি হবে কাদের?
মূর্তি কি কথা বলবে?
তারা যে বীজ করেছে বপন,
সে গাছ কি আর মরবে?  


মূর্তি তো শুধু দাঁড়িয়েই থাকে,
কোন মিছিলে বা হাঁটবে?
এগিয়ে যাওয়ার মন্ত্র যে পেয়েছে
সে-কি কখনো থামবে?


হাতুড়ি আঘাত যতই হানো ,
মূর্তি কি মাথা নোয়াবে?
খানখান হয়ে  ছড়াবে আরও
তোমাদেরই ভিত নড়াবে।  


বাবা বলেছিল মানুষ  হয়ো ,
দেখিয়ে রবির মূর্তি।
রোদে পোড়া শ্বেত পাথরের  
হারাবেনা জেনো কীর্তি।