তোমার আমার একুশ সবার


আবার  এলো একুশ তারিখ একটি নতুন ভোরে
একুশ আমার , একুশ তোমার  একুশ  সবার তরে
     হায়রে একুশ ! কেনই একুশ ?
     কিসের একুশ  ভাই ?
তারিখ ছাড়া একুশ বলে আর তো কিছুই নাই ।


একুশ  কেন তাই  জাননা একুশ আজিকার !
বাংলা ভাষার জয় হয়েছে,  খাজা নাজিমের হার ।
     সেইতো একুশ , ভাষার একুশ,
     প্রানের একুশ মানি ।
কেমন করে  একুশ এলো  সেই  অধ্যায় টানি ।


সাল টা ছিল  উনিশ শো বাহান্ন মাস্ টা ফেব্রুয়ারি
বাংলা ভাষার জন্য সবাই লড়াই করল ভারি ।
    রক্তে ভাসে বাংলাদেশে
    কতই তাজা প্রাণ ।
ভাষার জন্য শহিদ হলেন বরকত,জব্বার ,শফিউর রহমান ।


বাংলা ভাষার দুর্দিন এলো ঢাকার পলটন ময়দানে ,
নাজিম  খাজা আঘাত হানেন মায়ের  ভাষার মানে ।
    বাংলা ভাষা,  মায়ের  ভাষা,
    ভুলতে এবার হবে ।
মা হারিয়ে বাঁচতে হবে এই  ব্যথা  না সবে ।


তাইত সেদিন  ছাত্র যুব মায়ের  ভাষার তরে,
রক্ত মেখে লুটিয়ে ছিল মায়ের  কোলের পরে ।
   শহিদ মিনার,  ভাষার  মিনার,
   তাকিয়ে   উধ্ব    পানে ।
ধরায় তারা  রয়না যারা মাকে  আঘাত হানে ।


একুশ হল ভাষা দিবস সব ভাষার ই জন্য ।
অনেক ভাইয়ের রক্তে  রাঙিয়ে একুশ হয়েছে ধন্য ।
   হায়রে একুশ,  তাইরে একুশ,
   মহান একুশ  ভাই ।
তাইত  ফেব্রুয়ারি র একুশে মোরা বাংলার জয় গাই ।
        
            অনন্ত গোস্বামী