মধ্য রাতের ঘুম আমি তোমাকে দিলাম
সারারাত গরম নিঃশ্বাসের শব্দে-
শিশিরের মত ক্ষয়ে ক্ষয়ে পড়ে
ঘুমের বিন্দু।


মধ্যরাতের ঘুম আমি ভাসালাম
সাদা হাঁসের পালকের গায়ে,পশ্চিমী হাওয়ায়
যদি পারো খুঁজে নিও ভোরের বাতাসে।


মধ্যরাতের ঘুম আজ পাখির মত থাকতে চায়-
দু'চারটে দোয়েল বা চড়ুই নয়,লক্ষীপেচাঁ।


মধ্যরাতের ঘুম আজ জেগে রয় চাঁদের খোঁজে,
তোমায় দেখলে লুকিয়ে পড়ে মেঘের মাঝে।


মধ্যরাতের ঘুম আজ শুকনো পাতা
আলগা হতে হতে ঝড়ে পড়ে,ভাঙ্গে ঘিলুর ছাতা।


মধ্যরাতের ঘুম আজ শুধু স্বপ্ন দেখার
মধ্যরাতের ঘুম তুমি কি আমায় ফিরিয়ে দেবে?