হাটছি হেটেই চলেছি অজান্তে
আজ ক্লান্তি নেমেছে পায়ের নোঙরে।
জংলী লতা পা জড়িয়ে রাখে সাপের মতন।
রবিঠাকুর মোরে ক্ষমা করো
ক্লান্তির গানে আমি বেমানান।


তোর ডাকে জেগেছি বহুবার
দেখেছি চোখে চোখ রেখে ।
আগুন জ্বেলেছি পাতায়,শক্ত ছোয়ায়।
ফিরেছি চাঁদনি রাতে ছায়ার সাথে
আজ সব ভুলে যেতে চাই।


হলুদ ফুল আজ ছড়িয়ে রেখো উঠোন ভরে-
কতদিন বৃষ্টি দেখেনি সে।
নতুন দিনে যদি জেগে ওঠে ভেতর হোতে
শিড়ায় শিড়ায় প্রানের কনা
তবে আমায় নিজের বলে ডেকো।
যে ডাকের আসায় নৌকা বেঁধেছি ভাঁটার জলে।