স্বামী স্ত্রী'তে রাত বারোটায়
বসলো সে এক আলোচনায়,
স্ত্রী বললে ; দশটা তো নয়
একটা ছেলে মোটে,
ভাগ্যে তার না যদি জোটে...
করবে কী ভোগ আমরা ম'লে
সাত ভুতেদের দলে ?
কেন-ই বা তারে তুমি
ত্যাজ্য পুত্তুর ক'লে ?


চেঁচিয়ে রোষে বললে স্বামী ;
বলতে কী চাও তুমি ?
ও ছাড়া আর আছেই কে বা
বৃদ্ধ পিতা মাতার সেবা
যদি না সে করে,
কী লাভ তোমার হলো বলো
ও' কে পেটে ধরে ?


বললে স্ত্রী ; না না শোনো
লাভের কথা নয়,
সন্তান 'কু' হতে পারে
মাতা, পিতা কী হয় ?
ওর' ই নামে সম্পত্তির
দলিল টা দাও করে,
তার পরেতে দেখো তোমার
কেমন সেবা করে ।


অবশেষে বললে স্বামী
তাই যদি নিই মেনে
বাস্তে যে আর ঠাঁই পাব না
এই টুকু নাও জেনে।
ছাড়ো, ভাবনা ওসব ভাব'ব পরে
তুমি আমি দুয়ে
জুড়িয়ে এলো দু'চোখ আমার
একটু নিই ঘুমিয়ে।