চালের বদলে নুডুলস
ভাতের বদলে ফার্স্ট ফুড,
শোধের বদলে প্রতিশোধ,
পরিবর্তে ছেয়ে গেছে
সমাজ আর বাজার।
শ্রমিকের অন্ন কেড়েছে যন্ত্র,
শিশুর মাতৃদুগ্ধের
বিকল্প আজ টিনের কেৌটো।
বিকল্পের ঘাড়ে চড়ে
ছুটছে পৃথিবী,
ক্রমে চলে আসে
বিকল্পের বিকল্প।
এ ভাবেই আজ
মানুষ গড়ছে বিকল্প
আর বিকল্প গড়ছে মানুষ।