এই তো সেদিন
যে মহা ঝংকার বেজেছিল হৃদয় মাঝে
যে মাদল তুলেছিল বোল
তারা আর কই ?
কবিতার খাতা ভরা পাতা
সবই তো সাদা,
একাকী কলমদানি
বসে রয় টেবিলের পরে
তোমার তরে।
তুমি এলে, নিঃসঙ্গতা ঝেড়ে ফেলে
কবিতার খাতা ভরা
সাদা পাতায় বিচরণ করে
তোমার অস্তিত্ব আঁকবে
লাল, নীল, বেগুনী কলম গুলি।
তুমি এলে,
আবার বাজবে মাদল সাঁওতালী বোলে
ঘুঙুরের তালে নাচবে হৃদয়,
দু'চোখ চেয়ে রয় খোলা দরজায়
তুমি আসবে বলে।
নিরবে গুনে যাই দিন
দিন গোনে কবিতার খাতা,
আমার দু'চোখ, আমার হৃদয়
তুমি আসো না।
তবু আজ ও বিষ- শ্বাসে
ভরে নিই নিঃশ্বাস, বুক বাধি বিশ্বাসে,
তুমি আসবে।
মনে মনে কেটে যায় দিন
মাস- বছর- যুগ কাটে শতাব্দি
খোলা দরজায় চোখ চেয়ে রয়
তোমার আশায়
তুমি আসবে।
তুমি আসবে।