সমাজপতি ! তোরা ?
তোদের মত নেমক হারামরা
হল কিনা সমাজের পতি?
সমাজের বন্ধুর ভূমিকে কর্ষণ করে
যারা বপণ করেছিল উন্নতির বীজ,
সমাজ কল্যানের চারা যারা করেছিল রোপন,
তাদের কপালে ভ্রষ্টাচার আর
সমাজ বিরোধীর লেবেল সেঁটে
কল্যানকে সমাজ থেকে করে বিসর্জন
দু-হাতে করেছিস অর্থ উপার্জন।
তোরাই কিনা বুক ফুলিয়ে
নিজেকে বলিস সমাজপতি!
শত সহস্র ধিক তোদের।
ওরে অর্থ পিপাসু পিশাচের দল,
নাস্তিকের দেব ভক্তির ন্যয়
নাই বা করলি ভদ্রতা প্রদর্শন
সামাজিক কর্তব্যের ছলে
তোরাই এ সমাজকে করেছিস ধর্ষন।