আমার প্রীয় রঙ নীল
নীল শুধু নীল, ঘন নীল।
বিষাক্ত সাপিনীর নীল চোখের
গরল ভরা দংশনে
আমিও নীল হয়ে উঠি।
আমার ভালোবাসার রং নীল
স্বপ্নের রং নীল, সুখের রং নীল
বেদনার রং নীল, মনে মনে ভাবি
রক্তটাও যদি নীল হত!
মিথ্যা আর অবিশ্বাসের বিষ-শ্বাসে
পৃথিবীও নীল হয়ে ওঠে।
কোথা সে নীলাম্বর?
মহাকাশ হতে এ গরল শুষে
স্বপ্নের আকাশ নীল করে
অমৃত ঢেলে ধরিত্রীকে সবুজ করে তোলো।