১)   বৃষ্টি ভেজা সকাল


      উঠোন জুড়ে
    ঝরা আম্র-মুকুল;
       মন আকুল!


২)     সূর্যোদয়  


        উদিল  রবি
    বাহিয়া   স্বর্ণ-তরী;
       আহা!কী করি!


৩)      মধ্যাহ্ন


         উতলা  মন;
     রে, দখিনা  পবন!
        কি সে কারণ?


          
৪)      বিকেল


         সন্ধ্যা আগত
     ভাবি যে কত শত;
          যায় বসন্ত!


(রচনাকালঃ ২৩-০২-২০২০।)



.