পকেটে আমার কখন টাকা হবে-
          অধৈর্য্য তুমি দেখে-দেখে ;
এক দিন তাই হঠাৎ হ'লে
        ওদের ক্যামেরা-বন্দী ।
ক্ষেতে ঘাম-ঝরানো গ্রন্থিল পেশী
          আজ অবাক মানে,
কয়েক পলক দেখি, রুপালী পর্দায়
মোম-মাখা তোমার উপস্থিতি ।
বলিহারি ! তোমার কাজের বাহাদুরী-
খাওয়া-পরা কা'কে বলে- শেখাও ...
... কম সময়ের ঠিকেদারী,
বলো যে তাও আহা মরি !


এখন আর কাজ মেলে না'কো
          বরং বাঘের দুধ মেলে !
জানো না- দেশের লোকের হাতে
টাকা হওয়ার আগে,
বাজার যে ভাসছে মান্দায় ;
তাই বলা দায়-
তোমার এ ছবি ক'দিন আর
ধরে রাখবে বিজ্ঞাপন-বাহার !


আমাকে একটুও বুঝতে চাইলে না যে-
তাইতো দুঃখ হয় প্রায়শই,
                       তোমাকে দেখে ।  
.. তোমার স্বপ্ন-  তোমার কাজ
আমার মতো কত'কে জানি না হায় !
অলক্ষ্যে কাঙাল বানিয়ে যায় !


(KAL25052002)



.