৮১)  শিক্ষাদান (হাইকু)
     (শিক্ষক দিবস স্মরণে )


          উদ্দীপ্ত  চোখ;
      গুরু-বাক্য যে গেছে
          শিষ্যের মর্মে।


      (রচনাকালঃ ০৫-০৯-২০২০।)


৮২)  ভালোবাসা (সেনরায়ূ)


       বর্ণমালার
    চার অক্ষর লিখি
      জীবন-ভর!


    (রচনাকালঃ ২২-১২-২০২০।)


৮৩)   দুর্দিনে


      স্মৃতি-প্রান্তরে
   বরফ ;  বক্ষ-পরে
      শৈত্য-প্রবাহ !


  ( অনুবাদ:  ১৩-০২-২০২১।)


৮৪)   শীতল যুদ্ধ


       তর্কের শেষ ;
   মারছে না সে হাতে
       মারছে ভাতে!


৮৫)   ভাঙা তালা


      ফিরলে চাবি
  ভাঙা  তালাও  ঠায়
     প্রশ্নের চিহ্নে!


৮৬)  পাড়ার ছাগল


       নামিয়ে ঠোঁটে
   চারা-গাছটা   ছেঁটে
      পড়েছে কেটে!


রচনাকালঃ ২১-০৭-২০২১।




.