সাদা  দিলে  বাধা নাই- যাহা মনে আসে
দাও বলে, সখা মোরে ! করো না ভণিতা।  
দিল-খোলা তুমি ;  নিতি আছি তব পাশে।
লেগেছে  দ্বিধা কেমনে- কহ মোরে মিতা?
বাঁধন   হল  শিথিল-  ভাবিতে  নারি  যে;
ধায়   মন,   কেন  তবু   হিয়া  অবিচল ;
না  জানি  পূজার  ছলে,  ও  বাহু   যুগল
ঈষৎ ভুলে, গেছি আমি দূরে; দোষী নিজে।


যাহা ছিল- প্রিয় ! সঁপি  দিয়েছি  তোমায়;
হারি-জিতি   তব  কাছে  সকলি   সমান।
মনে   পড়ে   সে  প্রথম   সিঁদুর  মাথায়-
নেহারিছো   মুখোখানি   করি   আগুয়ান ;
আকাশ- বাতাস  দেখো  গীতিময়  আজি
সেথা  চলো-  যাব  আমি নব  বঁধু সাজি।


(রচনা কালঃ ৩১/১০/২০১৬ ।)






__________________
* এই সনেট'এর  প্রথম  লাইন  ও
বাঁ-প্রান্তের  অক্ষর-সমূহ (উপর থেকে নিচে)
এক  এবং  এক  যোগে  উক্ত  দুই  প্রান্তকে
দেখলে একটা  লাঠির  আকার  নেয় । সেই
জন্য এই  বিশেষ  সনেটের  নাম  দিলাম
হেণ্ড-ষ্টিক সনেট ।


** কাব্য: অচেনা আলোয় ;
গ্রন্থ: তুমি  এলে  বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসিএস।