১) লিগের খেলা


স্থান পেয়ে লিগের খেলায়
সে চাম্পিয়ান; পাল্টে দিচ্ছে এখন  
খেলার নিয়ম!


২) বাগানের প্রথম ফুল


রেখেছিলাম আগলে-আদরে;
'তা'রে  দেব  বলে'; এখন দেখছি সে যে
ঠিকে-ঝি'র মাথে!


৩)  বট গাছ


পাঁচিলে পড়েছিল
পাখির মল;  শিকড়-জালে এখন
ঝুলছে পলেস্তারাহীন ইট!  


(রচনাকালঃ ১৩/০৩/২০২৪,  
২৩.০০ ঘণ্টা, SERVATS )


৪) চৈত্র মাস


ফাগুন শেষ;
সর্বনেশে চৈত্রতে
শুনি কু-ডাক!


রচনাকালঃ ১৭/০৩/২০২৪





.




.