আজ আমার বাতাস ভালো লাগে না,
অথচ বৈশাখের তুমুল ঝড়ের রাতে ও খিড়কী খুলে দেখতাম গাছেদের সাথে বাতাসের বেলাল্লাপনা,
আজ আমার আকাশ ভালো লাগে না,
অথচ কতদিন তাকিয়ে থেকেছি ভোর হতে সূর্যাস্তে
কত বিনিদ্র রাত কেটেছে দেখেছি দূরাকাশে তারাদের আনাগোনা,
আজ আমার সমুদ্র ভালো লাগে না,
অথচ কতদিন তাকিয়ে থেকেছি দূর সমুদ্রের বুকে
দেখেছি জোছনা মাখা ঢেউয়ের তালে দোলে কত নাবিকের তরীখানা,
আজ আমার প্রিয় শিল্পীর গান খানিও ভালো লাগে না,
অথচ সুরের মূর্ছনায় বিভোর হয়ে থাকা এই আমি
কত পথে- প্রান্তরে বেসুরে গলাতেও গেয়ে উঠেছি প্রিয় গানখানা,
আজ আমায় কোন আকর্ষণই টানে না,
অথচ কতকিছুর টানে জন্মাবধি ঘুরেছি কত
অজানার টানে,আজ আমি কক্ষচ্যুত মহাকর্ষ -অভিকর্ষ  কিছুই আজ আর টানে না,
আজ আমি বুঝে গিয়েছি কোনকালেই হয়তো আমি
মানুষই ছিলাম না,নইলে পৃথিবীভরা লোকের মাঝে কেন কাউকেই ভালো লাগে না,
হে জগদীশ মানুষরুপী আমায় আর রেখো না
গাছ,মাছ, হিংস্র পশু,কীট- পতঙ্গ যা কিছু করো
নয়তো করে দাও আমায় নিরীহ ছাগলছানা!

৩১/১২/২৪,রাত:১২:৪৮,হবিগঞ্জ।