মানুষের দুটি চোখ আছে
মানুষের দুটি কান আছে
মানুষের দুটি হাত আছে
মানুষের নাক আছে
মানুষের মুখ আছে
মানুষ কথা বলে চলাফেরা করে
মানুষ খিদে পেলে খায়
মানুষ আনন্দে হাসে দুঃখে কাঁদে
মানুষ মৃতের মতো ঘুমায়
দুনিয়া জোড়া কতো মানুষ
কেউ লম্বা কেউ বেটে
কেউ সাদা কেউ কালো
কেউ অমুক ধর্ম তো
কেউ তমুক ধর্মানুসারী
বিজ্ঞান বলে মানুষের রক্ত
ফুসফুস, হৃৎপিণ্ড, হাড় মগজের
গঠন প্রণালী ও অভিন্ন তবুও
কত ভেদাভেদ জড় জগতে
মানুষের মতো মানুষ আছে
একই মতের ভিন্ন মতের
হাজার মতের ভিন্ন পথের
আমিও দেখতে মানুষের মতোই
মানুষ খুজি,মানুষ বুঝি
মানুষ দেখি,কে মানুষ আর
কে অমানুষ বুঝতে গিয়ে হাঁপিয়ে উঠি
প্রত্যক্ষ পরোক্ষভাবে, খবরের কাগজে
কিংবা লোকমুখে নানান লোকের গল্প শুনি
হাতড়ে বেড়াই মানুষের সংজ্ঞা মনের ইশারায়
মানুষরুপী অমানুষেরা দিব্যি ঘুরে বেড়ায়
কারণে অকারণে তারা খোলস পাল্টায়
তবুও বলি শুনরে মানুষ ওরে মানুষ ভাই
জন্ম নিলেই হয় না মানুষ, আয় রে সবাই
মানুষ হয়ে পুনরায় জন্মাই!
১৬/০৪/২৫,সন্ধ্যা ০৬:৫৫