দুটো ইট পাশাপাশি
কাঠফাটা রোদে জ্বলছে আমার রোববারের দুপুরে,
কাল রাতে ওরা এই রকম ভাবেই ভিজেছিল
মাঝরাতের বৃষ্টিতে
এক জনের গায়ের জল ছিটকে যেমন  
সমানে ভিজছিলো পাশের জন সারা রাত
আর, আজ ভরদুপুরের
তেমন আগুন রোদের তাতে এক জন ওপর জনের
ছায়ায় কুকড়ে ঘুমোচ্ছে
তবু এটুকু বিরক্তি নেই ... এটুকুও অভক্তি নেই
হয়নি এক চুলও স্থান বদল
শুধু আছে এক ইটের কাছে ওপর ইটের কঠিন প্রতিগ্জ্ঞা
নিয়ম বাধ্য না করলে,
দুজনে কোনোদিনও আলাদা হবো না...
ভগ্নাংঙ্গ  হব তবু নিঃসঙ্গ হবো না |