অভিমানের মেঘলা আকাশ
পুঞ্জীভূত যখন বুঝি ,
জুঁই-কামিনী-বেলির সাথে
কদম ফুলের শব্দ খুঁজি ।


( কিসব ভেবে... )  
মেঘের হাতে মন ছড়িয়ে
এক-বেণী তোর ঠোঁটের উপোষ
ভাঙতে গেছি ;


বিষণ্ণতার প্রজাপতি
বুকে এসে ভাঙল বিধান...


ঘাস হয়ে তার শব্দে ভিজি ।