অনুপম ভট্টাচাৰ্য


স্থির দাঁড়িয়ে ছিলাম কাঁচের জানলার কাছে,
দূর আকাশে মেঘেদের আনাগোনায় চোখ রাখছি ,
আমি উদাসীন!
নিঃশব্দে কাঁচের ভাংচুর,
আমি তখনও উদাসীন!
বোবা টানেলের গলা ছিঁড়ে আলো… কানে বাজছে।
নিয়ম করে এই শহরের অলিগলি ধরে আমাদের বারান্দায় হেঁটে এসেছে রাত।
তখনো আকাশে এক ফালি চাঁদ হেসেছিল,
কি সুন্দর সেই হাসি!
মনে হলো পা টিপে টিপে কেউ এলো পিছনে;
ফিরে তাকাতেই লোডশেডিং :এই শহরের পরিচিত মেনে নেওয়া যন্ত্রনা।
আবার সম্মুখে অপলক তাকিয়ে আছি,
ভাবছি অতীতের কুটিরে যে স্মৃতিরা টাঙানো আছে তাদের কথা।
নিশ্চুপে চোখ ভিজে দুঃস্মৃতির প্রহারে।
এইমাত্র একটি তারা ছিটকে পড়ল!