ভালবাসার ছন্দ
-অনুপম ভট্টাচাৰ্য



বলতে পারো? কোন মেঘেতে ‘বৃষ্টি’ হাসে কোন মেঘেতে সূর্য, কোন মেঘেতে ‘ঝিরি হাওয়া’ কোন মেঘেতে বজ্র। কোন গগনে তারার মেলা ‘শুকতারা’ ‘অরূন্ধতী’, কোন্ আকাশে ‘পূর্ণিমা’ চাঁদ নিশীথ প্রদীপ বাতি। কোন হাওয়াতে ভেসে বেড়ায় মিষ্টি-মধুর শব্দ, কোন দিঘীটার শীতল জলে ফোটে আমার ‘পদ্ম’। কোন বাগিচায় নীল ভোমরা গুন গুন গান গায়, কোন বাতাসে জং লী ফুলের সুবাস…