মধুস্মিতা
                  -অনুপম ভট্টাচাৰ্য
মধুস্মিতা ,তুমি কি দেখেছো-
লাল সূর্যের নিচে যে আলোকি ছেলেটা
হিমালয়ের মত একবুক শূণ্যতা নিয়ে
কিভাবে তোমাকে ঘিরে আছে।
সে তোমার হৃদয়ের দগদগে-
নীলাভ অঞ্চলের এক নিষিদ্ধ শ্বেতমুখ।
ভবিষ্যতের সোনালী সংসার
ঘরে তুলবে বলে,
বর্তমানের পরিস্থিতি তে  দাঁড়িয়ে আছে
তুমি কখনো কি তাকে বুজেছো, মধুস্মিতা ?
যে তীব্র আলোয় তোমার চোখ ধাধিয়ে যাচ্ছে বারবার
ক্রমশঃ বাধ্য হয়ে ওঠেছো তুমি হিসেবের ডালপালায়
তার অন্তরালে,আজন্ম অন্ধ হয়েও
যে তোমাকে সুখ এনে দেবে বলে কথা দিয়েছে
তারচোখ কি কখনো তুমি ছুয়ে দেখেছো,মধুস্মিতা ?
কত নারী,কত সে পুরুষ হারিয়েছে সময়ের নির্মমতায়
কত জীবন পাড় করে পেয়েছে তারা নতুন জীবন
তুমি কি সেই সুন্দর সময়ের সারথি হতে চাওনা,মধুস্মিতা ?
আনন্দের দিনরাত্রি পেরিয়ে
একান্তে পড়ে রয় যে বিষাদী সময়
সে বড় নিঃসঙ্গ, অসহ্য,মায়াহীন।
সে সময়ে তোমাকে ভাসাবে না বলে
সে তোমার পথ আগলে দাঁড়িয়ে আছে
তুমি কখনো কি তাকে বুঝেছো,মধুস্মিতা ?
অনূভুতির মাতাল সীমানায়
যে অদৃশ্য ভালোবাসা গড়ে ওঠছে প্রতিনিয়ত
তুমি কখনো কি তা সফল করবে না,মধুস্মিতা ?
সেই কলেজের  বাইরে
সারাদিন  একা সে ছেলেটি  তোমার জন্য অপেক্ষা করে
জাগতিক নিরাপত্তা উপেক্ষা করে
শেষ পর্যন্ত,
তুমি কি তার হাত ধরে থাকবে না, মধুস্মিতা?