মা
             -অনুপম ভট্টাচাৰ্য


আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে


-কখনও মুখ ফুটে বলি নি।


টিফিনের পয়সা বাঁচিয়ে


কখনও কখনও কিনে আনতাম কমলালেবু


-শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত


আমার ভালাবাসার কথা


মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।


হে দেশ, হে আমার জননী-


কেমন ক’রে তোমাকে আমি বলি..


মা কথাটি ছোট্ট অতি


কিন্তু জেনো ভাই


ইহার চেয়ে নাম যে মধুর


ত্রিভূবনে নাই।ই।