ভারতমাতার লজ্জা


হে মোর দুর্ভাগা দেশ
আজ তুমি হারায়েছো গরিমা, হারায়েছো বেশ!
কত লক্ষ লোক যে হারালো কাজ,
ত্রাহি ত্রাহি করে যে সমাজ
নাই কোন ভ্রুক্ষেপ সমাজপতির
রাষ্টনেতার স্বার্থ কায়েমে সীমান্তে প্রাণ হারায় কত বীর
সে খবর আসে না আর সংবাদে
পাবলিক সেক্টর ব্যাচার হিড়িক বিমান কেনার তাগিদে!


এ কি লজ্জা!
হয়না কোন তরজা— ধামাধরা মিডিয়া চুপ!
ধর্মের ঠুসি আড়াল হলেই বেরিয়ে পড়বে আসল রূপ!
বিজ্ঞাপনেই উন্নয়ন, বিকাশের নামে ঝরছে খুন
জোটে না অন্ন, লাফায়ে লাফায়ে বাড়ছে নুন
মনের কথায় চিড়ে ভেজে না, পেটে চাই যে ভাত
অনেক হলো, গুনছি দিন আসবে কবে আলোর প্রভাত?
আশার দেউটি জ্বলে তবু নিভু নিভু
ভারতমাতার বশন হরণ, মুক্তি পাবে কি কভু?!


@ অনুপম
রচনাকাল: ২২.০৮.২০২০, বাগুইআটি