আবোল তাবোল


ঝিল মিল ঝিলি মিলি
আপন হাতে দেই তালি
সময়তে মুখে রাখি কল্কে
ছানাবড় চোখ হয় পল্কে!


সোনারোদে দাঁড়ি যেন ঝল্কে
হাওয়ায় ভাসে সারা গা
পরিধান ছাড়ি পরি যে বল্কে
থরথর বারবার কাঁপে তনু
অঙ্গের রঙ্গ দেখি—
মন মোর হয় বুঝি হাল্কে!


—অনুপম