হে দুর্ভাগা দেশ, স্বাধীনতা পেয়েছো তুমি
স্বাধীন করোনি তোমার ভূমি
এ তো শুধু হাত বদল,
শুধু হাত বদল—


পাল্টে গেছে সময়কাল
পাল্টায়নি শাসকদল
যেমন ছিল তেমনি আছে শোষণের যাঁতাকল,
শ্রমিক, কিষাণ মরছে কেবলি,
করছে আপন রক্তজল!


কত আর হবে খণ্ডবিখণ্ড!
স্বার্থান্বেষণ করছে তোমায় লণ্ডভ্ণ্ড
ধার্মিকতার মুখোশে ঢাকি দেশ
চারিপাশে বাড় বাড়ন্ত যোগীর বেশ!


গোমূত্রে নতুন আমদানি সোনা
মানুষ বেশে দেখি তাই শকুনের আনাগোনা;
জ্যান্ত মানুষের খুন চুষে
রক্ত পিপাসু শ্বাপদের দল।
“বাবু”দের পোঁয়া বারো,
গরীবের চোখে নামে জল।


চারিদিকে অত্যাচার আর দুর্নীতির বাস
এখনো অধরা তাই কাঙ্ক্ষিত বিকাশ
সত্তর সাল অতিক্রান্ত,
গণতন্ত্র কেন আজও পদানত
আর কবে আসবে স্বাধীনতার ফল?


এ কী অদ্ভুত ছল!
হে মোর দুর্ভাগা দেশ, স্বাধীনতা পেয়েছো তুমি,
স্বাধীন করোনি তোমার ভূমি
এ যে শুধু হাত বদল,
শুধু হাত বদল—