প্রায়শ্চিত্ত


যেদিন তুমি দেখবে আমায় ঘৃণা ভরা চোখে
পাগল বলে ডাকবে আমায় পাড়াশুদ্ধ লোকে
হাতটি তোমার কাঁপবে না গো মারতে ছূরি
আমার বুকে...
অসীম স্রোতে  রধিরধারা বইবে ধরণীতে
ধেনুসকল ফিরবে বাটে, সাঁঝের সূর্য যাবে অস্তপাটে
আকাশ জুড়ে আসবে যেন ভয়ংকরী ঝড়
শো শো রবে চলবে হাওয়া, উড়বে গাছের পত্তর
ঘাটে তরী বাঁধবে মাঝি, ভাঙবে ডাল বৃক্ষরাজি


সেদিন জেনো, আমার প্রায়শ্চিত্তের হবে প্রারম্ভ
ধূলি মিশে মাটিময় হবে মোর দম্ভ
সেই মাহেন্দ্র ক্ষণের অভিলিপ্সায় গুণি দিবারাতি
যে ভুল করেছিনু আমি তোমার প্রতি
তিলে তিলে ক্ষয়ে মোরে করবো জীবনের ইতি
সে যে মোর রাধেশ‍্যাম, কবে পাবো তাঁরে- জানিনা
কল্পলোকের গল্পগাঁথা শেষে পাবো কি বাস্তবের আঙিনা?
-- @  অনুপম
17.06.2022