সাগর স্নাত অপরূপ স্বপ্নময়ী নারী
সিক্ত স্নিগ্ধা,পরিহিত নীলাভ শাড়ী।
অপলকে চেয়ে থাকি,উত্পলার পানে
উদ্বেলিত হিয়া,পরশ লভিবার আকিঁচনে।
ত্বরা করি পথ চলি, উড়ায়ে ধূলি
সূর্য্যি ডুবি ডুবি,ক্ষণিকেই নামবে গোধূলি।
সহসা মরুৎ আসে জীমূতের বেগে
বসন স্খলিত হল অকস্মাতে,
তনুর ভাঁজে মনির খোঁজে
মনটা বড়ই উতলা।
হরিণী নয়নে তাকায় সে চপলা।
ভাঙে ঘুম, স্বপনের হল বিদায়
অলীকের খোঁজে বসে থাকি,একা নিরালায়।