কে তুমি নন্দিনী? স্বপনচারিনী
সুবসনা কামিনী, বিদ্যুৎ-চলনী,
গাহ গান বনে বনে আপন মনে,
মিতালী কর মুক্ত পাখিদের সনে ।
রূপ তব দ্যুতিছে কাননে কাননে
দেখি তোমা বারে বারে দু’নয়নে ।
অতি সাবধানী রহস্যময়ী মায়াবিনী,
কর ছলনা,কেন অধরা হে হরষিনী?


কে তুমি নন্দিনী? সুমিষ্ট-ভাষিনী,
সুমধুর আলাপনী; মোর হৃদ কম্পনী ।
তব চিন্তায় মন মোর আকুলপরা,
তৃষ্ণিত বক্ষঃ ক্রদনরতা; পাগলপরা,
শুষ্ক চারিপাশ জীবন-দগ্ধ; শুধু খরা।
প্রাণভরা হা-হুতাশ; মূর্ছমান বেদনা-ভরা।
মাঙে মন  সফলতা; হেরি কেন বিফলতা?
হারি সরলতা ;অমৃত সন্ধানে মিলে গরলতা।


কে তুমি নন্দিনী? মেঘকালো সুকেশিনী,
কত আর কাটিবে যামিনী?বসি একাকিনী,
সাধ জাগে জীবনে, পরিব গলে তব মালাখানি;
সাগরতীর  ভ্রমিব পদব্রজে,  হইবে সঙ্গিনী?
তব জ্ঞানে আলোকিত, হে মোর দিনমনি।
রচিব সুর রাগিণী; এসো গো ইন্দ্রানী;
শূন্য হৃদয় পূর্ণ হইবে, শান্ত হইবে মন;
মরা গাঙে আবার আসিবে উজান!!