মোনা লিসা
এক অনন্য চিত্রণ;
মনের গভীরের সুপ্ত অভিলাষা,
বিন্দু বিন্দু পুঞ্জীভূত শত সহস্র ভালবাসা—
রঙ আর তুলির টানে আলোয় প্রকাশ,
মহা মনীষীর চিত্রকল্পের এক শ্রেষ্ঠ প্রয়াস ।


মোনা লিসা
স্বপ্নমাখা বাস্তব কারুকার্য;
তব স্মৃতির আলোড়নে কম্পিত বিশ্ব;
অমর তুমি। থাকবে বিরাজিত সহস্র বর্ষ।
প্রণয়ী না মাতা—এ আলোচনা বৃথা,
অরূপ রূপী তুমি—প্রেম ভালবাসায় গাঁথা ।


মোনা লিসা
তব স্মিত ঠোঁটের কোণে;
কি মমতা জড়ানো , কেবা জানে?
তব নিবিড় ভালবাসা অতি সুগোপনে—
আজও প্রেরণা যোগায় মানুষের মনে,
জড়ালে মানবে যুগ যুগান্তর ধরে অদেয় ঋণে।


মোনা লিসা
যেই প্রেমডোরে বাঁধলে চিত্রকরে,
তারই এক ক্ষুদ্রকণা দাওনা আবার,
ধরণীর মানবে। সাধ জাগে অনুপ্রেরণার—
নব সৃজনতার—ভুবন প্রকাশে।চেয়ে আছে তোমাপানে,
ফিরায়ো না তাঁরে;আরবার চাঁদের হাসি হাসুক গগনে।