পাষাণের বুকে আলোড়িত ধূলিঝড়
সঞ্চিত ক্ষুদ্র মৃত্তিকা কণা স্তর স্তর
বিন্দু বিন্দু পুঞ্জীভূত জলরাশি,
দিগন্ত জুড়ে রক্তিম আলোর ঝলকানি।
প্রকৃতি সৃষ্টির বাতাসে  উন্মনা
প্রাণ-উদয় জীবনের আনাগোনা।


এক ক্ষুদ্র অঙ্কুরিত বীজ—
স্বপ্নিল পৃথিবীর স্বাগত হাতছানি,
সময়ের সাথে পথ চলি, দিন গুনি।
চঞ্চল বুক, আশা উদ্দীপনায় ভরা—
ক্রমে ক্রমে বেড়ে ওঠা
অজানাকে আপন করে—
ধীরে ধীরে পাতা মেলি মানবের ভিড়ে।
খেলা করি আধ আলো ছায়াতে,
মগ্ন সাধনায়, আগামীর উচ্চারণ মুখে।
নিরত প্রয়াস মহীরুহের স্বপ্ন চোখে।


নিজের অজান্তে বড় হই একদিন
বৃক্ষচ্ছায়ায় ঢাকি — ফুল ফলে রঙীন
হাওয়ার হিন্দলে জাগে শিহরন
স্বপ্নের হয় বাস্তবের সু-রূপায়ণ।
মেতে ওঠে চারিধার— শুনি পাখির কূজন ।
খেলা গেহ রচে সবে নীচে —সকল মোর আপনজন।


জীবনের ছোট্ট পরিসর
অনুভবী কত চড়াই উৎরাই —
চলতে চলতে জীবন মাঝে
ভাঙি একে একে সকল বাঁধাই।
বাঁচার একটিই উদ্দেশ্য —ব্রত অসাধ্য সাধন।
জানি থেমে যাবে ক্ষনস্থায়ী এ ঝড় তুফান।
কি আছে জীবনে, বরণ করব মরণ
যতক্ষণ  বাঁচব, করব মানব পুজন।