অপূর্ব সুন্দর ধরণীর বুকে
সুশোভিত  মনিহারী ফুলের ডালা নিয়ে
তোমার অপরূপ মন-বাগিচায় আগমন
ফিরায়ো না প্রিয়ে, ভেঙো না মোর মন।


ওই দেখ নীল দিগন্ত জুড়ে
সাতটি রামধনু রঙের খেলায় রঙীন
সুবাসিত ফুলের গন্ধ, হাসে নিকুঞ্জ বন।
মল্লিকা ফুলের মালার তরে সঁপিলাম প্রাণ।


স্রোতোস্বিনী গঙ্গার কল্লোলিনী ধ্বনি
সাজিছে দুর্বাদলশ্যাম অঙ্গে অঙ্গে হিমানী
আকুল হিয়া পাগলপারা, শুনি ভ্রমর গুঞ্জন
কি সুরে গাহে পাখি, কিরূপে সুমধুর কাকলি কূজন—


কস্তরীর সুবাস তব অঙ্গে
চামেলী ফুল সজ্জিত  তব কুন্তলে
হরিণী আঁখি প্রণয় মাখা— কি তব চাহনি
হৃদ বলে “রাধা” মোর,ধর হাতদুটি হে প্রনয়িনী।


এই বর্নালী সোনালি সন্ধ্যায়
বিমোহিত অন্তর, ভালবাসি শুধু যে তোমায়।
তোমারি সম্মতির অপেক্ষায় বসি আজ প্রতীক্ষায়
জীবনে বাঁচার আশ মিটিবে তোমার ভালবাসায়?