মোর সাধনার গীতিমালা
              ভুবন পারে করিবে খেলা।
গানের সুরে ভাসিবে সে
             সাত মোহনার বুকে।
উড়িবে সে গগন মাঝে
            পাখা মেলে নীল দিগন্তে।


পরিযায়ী পাখির মতো
             আসিবে ফিরে ফিরে
তখন যদি না পায় তোমা
             শোনাবে কাকে বিরহ গাঁথা!
মোর সাধনার গীতিমালা।


তাইতো তুমি থাকো সেজে
     আলতা পায়ে নোলক নাকে
সে যে তোমায় শুধু ডাকে।
হারায়ে তুমি যেওনা গো, ওই বাঁকে!!


অন্তরে তুমি রেখো একটু জায়গা
আসিবে সেথা,
           মোর সাধনার গীতিমালা।
রচিবে উহা গানের মেলা
           মোর সাধনার গীতিমালা।