ডালা ভরে যৌবন দিও গো তুলে
বাঁধব তোমায় বাহুডোরে,
শুন্য গহ্বর ভরব সুধারসে।
মন্দাকিনীর স্রোতের উজানে
ভেসে যাব দু’জনে।


হারায়ে যাব দূর নীল গগনে,
নীলিমার বক্ষ হতে আনি দু’টি তারা
বানাই মোর নয়নতারা
জগৎপানে দেখি তোমার চক্ষে
ক্লান্ত আমি, শান্তি খুঁজি তব বক্ষে।


জীবন পথে চলতে চলতে
যা কিছু পাব সাথে
কুড়ায়ে নেব আপন হাতে
গড়ব ইমারত তোমার তরে
রচিব সেথা আনন্দ নিকেতন
তব প্রণয়  পরশে সুখী মনপ্রাণ।
প্রতিদানে জীবনদান তোমার জন্য
প্রেমের হাটে আমি হই বন্য।