“সেরা”সে তুমি, মোর স্বপ্নের নারী
তোমাতেই খুঁজি মম স্বর্গপুরীর রানী ।
পদ্মপাতায় সঁপি মোর অন্তরখানি
এসো গো কাছে, এসো হে নন্দিনী।


সাজো আজি বর্ণে বর্ণে, সাজো রঙীন
তোমার পরশনে আসিবে মোর শুভদিন।
তোমার জন্য লিখিব আমি এক পৃথিবী
তোমার তরে দিলুম মোর প্রথম চিঠি।


তব মানভঞ্জনে আমার এই প্রনয় বারতা,
সুখাশাতে বাঁচা মোর, স্বপ্নে তোমায় দেখা।


ভুলোনা মোরে হে প্রিয়তমা
করি যদি ভুল, করিও ক্ষমা।


চলিতে চলিতে  জীবনের পথে
ভাসিয়া আসিবে যাহা খরস্রোতে।
কুড়াইয়া লইব তাহা আপন হাতে
স্বর্ণমন্দিরাঙ্গনে রহিব তব প্রতীক্ষাতে।


সাজিব তোমার লাগি রসিকরতন
প্রদীপ্তিবে তখন,দীপ্তশিখায় মধুক্ষণ।
সাঁঝের আলোয় প্রেমদীপ জ্বেলে
হইব আত্মহারা নিজসত্তা ভুলে।