বৈশাখী ঝড় আসুক নেমে,আসুক নেমে
ভারতবর্ষের বুকে।
দামাল হাওয়া চলুক ছুটে, সকল বাঁধা টুটে
অন্তহীন গগনে।
রক্তলাল সুর্য উঠুক,অগ্নিসম তেজে,
পূর্ব গগনে ।
জ্বলুক সেথা পাপের খড়া ধ্বংস লীলার
মাতন বেজে।
ধুলায় মিশে গুড়ায়ে যাক অত্যাচারীর অট্টলিকা
মারণ তুফানে।
স্বর্ণঝরা দেশের মাটি রাঙছে লাল খুনে,
মারছে তরুণে।
ওরে কচি-সবুজ আয়রে চলে, ডাকছে তোদের
ভাঙার গানে।
গড়বি তোরা সবার সেরা বিশ্ব মাঝে জন্মভূমিকে,
স্বর্ণ তোরণে।
মাতৃভূমির ঋণী যে তোরা, শুধরে দেনা
রক্ত দানে।
আয়রে তোরা, আয়রে তোরা, একই সনে
মুক্তির পণে
হোসনে তোরা, হোসনে তোরা, ভয়ে ভীত
শত্রু হননে।
জীবন জয়ী হবী তোরা, হবী তোরা
মৃত্যুবরণে।