শশী রতন দুই ভাই
গরীব ঘরে জন্ম যে তাই
পায় না খেতে মন্ডা মিঠাই।


সারাদিন মাঠে গরু চরায়
গোদোহনে দুগ্ধ যা পায়
তাদের বাবা তা নিয়ে যায়
ব্যাচতে ট্যাকের হাটে--


ধনীর ব্যাটা কেনে তা
চার আনাতে,
মূল্য কিবা জোটে!
এক ফোটা দুধ না পায়
তাদের  ঠোঁটে!!


বেচাকেনার হাট যে বসে
ভোর ব্যালাতে।
বাবা তাদের তাইত ছোটে
আলো ফোটার আগে।
ঝম ঝমাঝম চলছে সে
অতি দ্রুতবেগে।


দুগ্ধ বেচে ফিরতে হবে
যেতে হবে,পরের বাগে।
নইলে ব্যাটা মহাজন
দেবে গালি, শোনাবে কুকথন।


মা তাদের অন্নপূর্ণা,
ঘরের কাজ সকল জানা।
পরের ঘরে করে কাজ
গরীবের এতে কিবা লাজ!


নয়কো ছোট্ট কোন কম্ম!
পর সেবা অতি বড় ধম্ম!!
চিরকাল শেখায় এ সমাজ,
এ পণ্ডিতদের হ্যাটে পড়ুক বাজ!!