সহস্র শতদল তুচ্ছ অতি
তাইতো তোমায় নয়----
জনম জনমের পূজ্য তুমি,
বিরাজিত ত্রিভুবনময়।
ভুলোক-দ্যুলোক-গোলকপতি
করজোড়ে করি প্রণতি
আঁখি ভাসে অশ্রুধারায়।


আপনি সৃষ্ট আপনে, হে ধূর্জটি
দেখো যদি জীবের দূর্গতি
মর্ত্য সাজে তব লীলায়---
এ জীবনের পুণ্যক্ষণে,গাহি তব জয়,
প্রাণের ঠাকুর,হে দয়াময়।।


কীবা আছে ঔ নন্দনকাননে
জীবন শূন্য তোমা বিনে
শুষ্ক রুক্ষ ধূসর বালুকাময়
ধরনীর বুকে মরীচিকার স্রোতবয়---


বিশ্বভুবন আলোকিত করে যারা
চন্দ্র সূর্য গ্রহ তারা
চাইনা তাদের কিঞ্চিৎ রোশনাই
তবস্মৃতি লয়ে বাঁচবার চাই।


দিবস ও রজনী স্বপ্ন দেখি
তোমায় ঘিরি ঘিরি---
তোমার স্মরণে নাচে মনময়ূরী
ও হে মোর অন্তরী।


পুলকে পুলকে হিয়া দোলে দোলে
গাহি গীত বসে নিরালে।
অন্তরে ভাসে তোমারই মূরতি
প্রেমরসে তব আরতি
করিনু একাকী প্রাণোচ্ছলে।।