মনোরমা বসুন্ধরার বুক জুড়ে
তিমিরঘন কালিমার স্পষ্ট রেখা--
চিরশাশ্বত "অক্ষর" এঁটেল মাটির অতল গহনে।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই পৃথিবী---
বাতাসে বিদ্যমান শ্বাসরোধকারী পচনযুক্ত দুর্গন্ধ।
ধুঁকে ধুঁকে জ্বলছে প্রাণের দেউটি,
হিংস্র শ্বাপদের উলঙ্গ নৃত্য বন-বনানীর বুকে,
নির্মম হত্যার রঙ্গলীলায় ত্রস্ত-শংকিত দেশবাসী,
কখন যে নিভে যায় জীবনের শেষ আশার প্রদীপ!!


কিন্তু,
হে দিগন্ত পথের অভিযাত্রী,
দেব-মৃত্তিকায় গঠিত মানবজাতি,
ভয় পেয়ো না,
নির্ভয়ে এগিয়ে চলো সমুখের পথে---
পুঞ্জিভূত কাল মেঘের আড়ালেই লুকায়িত
তিমির বিদীর্ণকারী অরুণরাঙা হিরণ-সূর্য্য
নিদ্রিত আছে--জাগ্রত হবার অপেক্ষায়---
প্রতীক্ষিত তোমাদের সংঘবদ্ধ আহ্ববানের জন্য--


প্রত্যুষের পবিত্র গঙ্গাজলে অবগাহন করে,
এক মুষ্টি গঙ্গাজল করপুটে নিয়ে,
শুদ্ধচিত্তে ভৈরবী হিরণ-সূর্য্যের আহ্বান করলেই
সাড়া দেবে সে-----
জগৎ ভরে উঠবে বাষ্পীভূত হিরণরাঙা অণ-ুপরমাণুতে।


অগ্নিসম তেজে দগ্ধ হয়ে যাবে,
ধরণীর বুকে জমে থাকা জঞ্জালের স্তূপ,
পলকহীন সময়েই ছিন্নভিন্ন হবে দানবী মেঘের বক্ষ।


চারিপাশ ছেয়ে যাবে হরিৎবর্ণে
দিক দিগন্তে ছুটবে হাসির কলরব--
সবুজের শ্যামলিমা বিস্তৃত হবে
নীল দিগন্তের শেষ প্রান্তরেখা পর্যন্ত,
তরুবীথির উজ্জ্বলতায় প্রশান্তির সমীরণ বয়ে যাবে বন-বনানীতে,


আর,
ওই হিরণ্যগর্ভে জন্মিবে--এক হিরন্ময়ী দুহিতা,
দুর্গতিনাশিনী --মা দুর্গা।
তাইতো বলি,
হে পৃথিবীর মানব-মানবী,
নির্ভয়ে এগিয়ে চলো চিরসত্যের পথে,
চিরসত্যের পথে-------।


THE GOLDEN SUN
---Anupam


thick gloomy visible line
in the heart of pleasant
motherly earth shines.


the eternal "WORDs" dying
at the rock-bottom of clayey soil
see, how these wail!!


cancerous diseases pounce on the planet
Brutely harder than the bonnet.
suffocatin pungent smell in the air
burning sensation everywhere.


rapacious animals( in the guise of Human) nakedly dancing
in the deep forest allover.
slowly and painfully, the soul struggling.
watching hapless brutal murderous drollery,
countrymen panicky.


when the last hope of life'll burst?
lamp goes out by thrust?


But,
O the horizon road adventurer
made of divine clay, the Mankind
don't be fearful, hold head high
march forward, nothing to be sigh.


blackness destroyer,
all colorful the GOLDEN SUN hiding
behind cloud-cover.
it's sleeping - to be awakened.
waitin for the collective clarion call of mankind.


at the dawn, bathe in the holy river, Ganges
hold a handful of holy water on the palm,
cheerfully call Him, the Golden Sun.
world'll be filled in with vaporised
atomic rays of the Golden Sun.


flame(the Golden Sun) 'll burn all evils
world'll be free of all devils
momentarily mischievous could's heart'll be burst into pieces.
get rid of all teases.


allover'll be draped in eternal greenery
trees'll grow silver berry.


universe in harmonious joy
no melancholy upto the last shade of blue sky.


there'll incarnate all powerful, omniscient, world mother,
The Golden "Durga".


SO to announce
cheerfully I pronounce
march forward fearlessly, hold head high
in the path of Absolute Eternal Truth
In Eternal Truth-------.