ওহে মোর অন্তরাত্মা, ওহে প্রাণ নিধান
কাঁপিছে তনু-হৃদয়সম,কাঁদিছে মনপ্রাণ
বিশ্বজুড়ে শতকোটি প্রশ্নের সব হইল শেষ
তব কৃপারেণু,যবে করিল মোর অন্তরে প্রবেশ।


ভ্রান্ত জীবনে আলোর দিশা,দেখিবার পাই
কাটিল তিমিরঘন নিশা,উদ্ভাসিত রোশনাই
জ্যোতির্ময়ী আলোর রেখা,ত্রিনয়নে তোমায় দ্যাখা
আজও যমুনাতীরে তব মুরলী গাহে রাধা রাধা।


প্রেমের তরী সাজাও, ওহে মোর প্রাণসখা
নয়ন মাঝের নয়নে দেখিব তোমার সুবিশালতা
বন্ধন মুক্ত করি তোমারি সোহাগী পরশণে
আর নাহি দরকার মোর এই পার্থিব ধনে।


যাহা কিছু আছে মোর বিতরিব জনে জনে।
নানা রঙ্গে অঙ্গ দুলে খেলিব খেলা তোমার সনে
তব সেবায় থাকিব মত্ত যুগ যুগান্তর ধরে
আঁখি ভরি দেখি সিন্ধুলহরী, বসি সাগর তীরে।


ওহে মোর ভগবান,করহে দান একটি ভিক্ষা
দাও কেবলি একটি শিক্ষা,অমৃতে ভরা প্রেমদীক্ষা।
স্মৃতি তব মস্তকে ল’য়ে,চলি পথ বিশ্বব্রহ্মাণ্ডে।
গাহিব তব প্রেমগীত ত্রিভুবন মাঝে মহানন্দে।