সরলরেখা,গরলমাখা অন্ধকারে ঢাকা;
নিরবিচ্ছিন্ন পথচলা,খোঁজে আলোর রেখা।
হারায়ে ফেলে নিজকে,পথ যে বড় আঁকাবাঁকা,
ওই অদূরে জ্বলছে কী রে?
                  কালো কালো ধোঁয়ায় ভরা--
                          
বিস্ময় ভরে নয়ন মেলে,
                     অমনি দেখে নিজ চিতা!
টানছে তারে বাহুধরে
                      হুমড়ি খায় কৃষ্ণগহ্বরে।
                                
আহা: কী লজ্জা!কী লজ্জা!!
                           ধুলোমাখা তার রণসজ্জা।
বিশ্ব শোনে পরাজিত সৈনিকের রোদন ধ্বনি
তাচ্ছিল্যে ব্যঙ্গ হাসি হাসে, শঙ্খচক্রগদাপদ্মধারী!!


কহেন অন্তর্যামী, লক্ষ্মীর প্রতি দৃষ্টি আকর্ষণে
যা কিছু ছিল দেবার, দিয়েছি আমি,মানব সন্তানে
আমার আত্মবচন: গীতা,বাইবেল,আল- কোরানে।


বাঁচতে হবে বাঁচার মত করে,আজন্ম সংগ্রামে
করতে হবে নির্মাণ,নিজেই নিজের মহাভারত!
ভিক্ষা আমি দেই কেমনে আমার শ্রেষ্ঠ সন্তানে!!