পূবের সূর্য অস্তমিত,ঢাকার আকাশে
তিমির কুহেলিকার গ্রাসে।
রক্তের মশাল জ্বলছে
দিকে দিকে;ছড়ায়ে পড়ে রাজপথে।
সোনারবাংলা কাঁদেরে, কাঁদে আতংকে
আতংকবাদীর সন্ত্রাসে।


আযানের সুর আকাশে;
এবাদতে যাচ্ছিল ধর্মপ্রাণ মুসলমান,
আচম্বিতে থেমে যায় জীবনের গান—
সন্ত্রাসীর বুলেট ও গ্রেনেডে
অশ্রু ঝরায় পবিত্র রমজান!


কারা এরা? কারা এরা? করে রক্তপান!!
পদদলিত হয়ে গেল বীর বাঙালির সম্মান
ধুলা মাখে বাংলাদেশের মান!


জগতের সকল ঘৃণা বর্ষিত হোক--
এ মানুষখেকো সন্ত্রাসবাদী পশুদের মুখে
আর কত কাঁদবেরে বঙ্গজননী?সন্তান দু:খে!
এগিয়ে চলো বাংলাদেশ,এগিয়ে চলো--
সামনের দিকে,সত্যের পথে, চিরসত্যের পথে--
পাবে তুমি বিশ্বকে,তোমাদের সাথে।