কোন হিন্দু? কোন মুসলমান?
ওই জিজ্ঞাসে কোন জন?
দেখিনি আমি তোমাদের আল্লাহ
দেখিনি চক্ষে সেই ঈশ্বর ভগবান।
দু'নয়ন ভরে দেখিছি জ্বলতে ইনসান
পড়া হয়নি গীতা বাইবেল কোরান।

তোমার ভাইয়ের রক্ত লাল
আমার ভাইয়ের খুন কালো
কী সহজে তোমরা বলো,শোনায় না তো ভালো
তাইতো তোমরা ইনসানের রক্তে হোলি খেলো

ধর্ম আমি ছাড়তে পারি
পারব না ছাড়তে ইনসান---
একই দেবমাটিতে গড়া সেই আল্লাহ ভগবান!

শান্তির কথা কেবলি মুখে বলে,
কী করে নাও মানুষের জান!!
পড়ব না নামাজ, করব না পূজা
গাইব শুধু ইনসানের জয়গান
কে তোমাদের আল্লাহ? কোন ভগবান?
অপরের বিরুদ্ধে চালাও গোলা-কামান!


চাই না যেতে স্বর্গে, দোজখ আমার ভালো
মিনতি করি: রুধির ধারা আর যেননা ঢালো
কে বলেছে তোমার চেয়ে আমার ধর্ম বড়?
ছোট বড়র বাদ বিচার তাইতো শুধু করো।

অন্যকে ছোট করতে গিয়ে নিজে ছোট হলে
নিজের ধর্ম ভুলে তুমি, গেলে যে রসাতলে।
করো পূজা ইনসানের,পূজ্য যে ইনসানিয়াত
জীবপ্রেম শ্রেষ্ঠ ধর্ম;আল্লাহ-ভগবান দাও বাদ।