এত কেন পরখ করিস মা
কেন তুই দিবি না দ্যাখা?
আমি যে তোর নিজের ছেলে
পড়ছি যে আজ যাঁতাকলে----
এ কুল ছেড়ে ওকুল ধরি
কিছুই যেন বুঝতে না পারি ।
সাধে কি তোকে পাগলী বলে
ক্ষ্যাপায় লোকে ধরনী তলে।
বল না কবে নিবি  কোলে?
দীন দুঃখী ভবঘুরে তোর এই ছেলে!
অনুপম বলে, কেন তুই বারে বারে
কাঁদাস তোর আপন সন্তানেরে?
ছেলে-হারা হলে পরে--কিছু কি তোর হবে না রে।
মায়াবী এ খেলার ছলে খেলবি কত বল না রে?
সাধের মানব জনম হল মাটি, মা
তবু ও যে তোর দ্যাখা পেলাম না!