ভাসালাম মোর দেহতরী সাগর জলে
মা,তোকে দেখব বলে, চললাম পালতুলে
জানিনা কোন ফুলে ফলে পুজলে,
তোর  দেখা পাব এই সুন্দর ধরনী তলে?
কোন প্রসাদের অন্নব্যঞ্জন দিব  মুখে তুলে?


পুজা পাঠ তো কিছইু শিখলনা রে মন--
মোহ মায়ায় বিষয় আশায় কাটল এ জীবন।
অনুপম বলে,  মা তোরে ডাকি এ অবেলায়
অভাগা ছেলের কাছে আয়- ভরে দে আপন সুধায়।
চিত্ত হল যে  ব্যাকুল,ভাঙল আমার সব কূল
সাধের জীবনে কী পেলুম? শুধু ধুতরা ফুল?
হায়রে পোঁড়া কপাল!দিবস-রজনী করি শুধু ভুল!!


হারায়ে গেল সব, চলতে চলতে নোনা জলে
না পেলে মা তোর দ্যখা,যাবে যে জীবন বিফলে।