অকারণে করাস কেন মা ব্যাগার খাটা
খেটে খুটে মরল যে তোর নিজের ব্যাটা।
দেহতরীর চাষ না করে বানালি মোরে  লাঙল চাষা
বল না মাগো, নিজ-ছেলের করলি কেন এ সর্বনাশা?
জন্ম দিয়েই ঠেলে দিলি ঘোর বিপদের মুখে
সুখের পায়রা বিদায় নিল, মনটা কাঁদে দুঃখে
একে একে সবাই গেল, বিষাদ-সুর বাজে ঐ বিষানে
অনুপম বলে অভাগা এ সন্তানেরে রাখিস মাগো মনে।
জন্ম আমার বৃথা হবে,না মিললে ঠাঁই  তোর চরণে।
ভুতের বোঝা টেনে টেনে হল সব হারা,কাঁদে মোর মনটা।
খড়্গে আজ ত্যজিব  প্রাণ,না পেলে   মা তোর রাঙা চরণ দু'টা।