সোনালু রোদ্দুরে জেগেছে প্রাণোদ্দীপনা
কচি কিশলয় চোখ তুলে চায়
কেটে গেছে কালো মেঘ, নেই দুর্ভাবনা।
শান্তি-সুরের লয়ে সে বাজায়।


বাজায় সে বাঁশের বাঁশরী; শুনি ওঁম শান্তি
থেমে গেছে কালবৈশাখী ঝড়;
গাছপালা,তরুলতা,জীবকুল মুখে তৃপ্তিরবানী
সকলে টানি,ভুলে আপন-পর।


এসেছে সুখবর;সাগরবুকে জেগেছে নব চর
ফুটেছে কুসুমকলি রবির কিরণে
রামধনু রাঙায় চাঁদের পাহাড়;নবরূপী বাহার
স্বাগত নব-বসন্ত সুন্দর সূর্য-তোরণে।


সুশোভিত বিকশিত ফুল্ল মঞ্জরি কাননে কাননে
শ্যামলীর শ্যামলিমা চক্রবাল জোড়া
পুলকে মাতোয়ারা শহর-গঞ্জ,শ্রান্তির নিরসনে
দেশ-নগর নির্বাণ-সুখের চাদরে মোড়া।


সোমের চন্দ্রপ্রভায় আলোকিত প্রতি দ্বারে-দ্বার
দখিনা মলয়ে আনে  পুষ্পের সুঘ্রাণ
অতীত স্মৃতিগুলি আনে বাঁধভাঙা প্রেম জোয়ার।
তাঁর ছোঁয়ায় ধন্য আমি,খুশি প্রাণ।


সুখস্বপ্ন এঁকেছে মধুরাতের অশেষ ভালাবাসা
ছবি তার উঠেছে ফুটে সুস্পষ্টরূপে
দু:খের হয়েছে শেষ;তাঁকেই ঘিরে বাঁচার আশা
হৃদয় আনন্দোজ্জ্বল তাঁর প্রেমদীপে।


রচনাকাল: ২৯.০৭.২০১৬ :: ১৮: ৫৩ মি: @ দুবাই